Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৩:৫৫ পিএম

টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে শহরের সমবায় সুপার মার্কেটের সামনে এ বিক্ষোভ হয়।
শহরের বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা এতে অংশ গ্রহন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত হন। ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। ঈদ উপলক্ষে ইতিমধ্যে পোষাক সংগ্রহ করা হয়েছে। এই অবস্থায় লকডাউনের কারণে দোকান খোলা রাখতে না পারলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দোকান খোলা রাখতে সরকার ঘোষিত যে কোন স্বাস্থ্য বিধি মেনে চলবো।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ ব্যবসায়ীদের এভাবে বিক্ষোভ প্রদর্শন না করার অনুরোধ জানান। এবং এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ