বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনায় আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওই পাঁচজন মারা গেছেন। হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব ইনকিলাবকে বলেন, পাঁচজনই করোনা পজেটিভ ছিলেন। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান।
তবে তাদের কারো কারো অন্যরোগও ছিলো বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে সরকারি হিসাবে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ৪০০ জনের। গত ২৪ ঘণ্টায় আরো ৪৯৪ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৫৪০টি। শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৩০১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।