Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে লকডাউনের বিপক্ষে ব্যবসায়ীদের বিক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ২:৪৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থবিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার বেলা বারটার দিকে বাজারের দুই শতাধিক ব্যবসায়ী এই বিক্ষোভ করে।এসময় অধিকাংশ ব্যবসায়ী মাস্ক বিহীন ছিল।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদকক্ষিন শেষে পূনরায় কলেজ রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে সমবেত হয়। এ সময় বাজারের ব্যবসায়ী লন্ডন স্টুডিওর মালিক মো. আলম মিয়া সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। লকডাউন না মেনে তিনি সকল ব্যবসায়ীকে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার আহবান জানান।
মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন, বাজারের কিছু সংখ্যক ব্যবসায়ী তার অজান্তে এই মিছিলটি বের করে। তিনি বলেন, আগে জীবন বাঁচাতে হবে তারপর ব্যবসা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলের খবর পেয়েছি। বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হবে বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ