Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় একদিনে ৮১ নমুনা পরীক্ষায় ৩৭ করোনা রোগী সনাক্ত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৯:১৬ এএম | আপডেট : ১০:৪৪ এএম, ৬ এপ্রিল, ২০২১

ভোলায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৩৭ জন।ভোলায় গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৬ জন ভোলা সদর, ১ জন দৌলতখান, ২ জন বোরহানউদ্দিন, ৮ জন লালমোহন ও ১ জন চরফ্যাশনে উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের। মঙ্গলবার ভোলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২২৩ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৭৬৯ জনের মধ্যে সুস্থ ৬১৯ জন। দৌলতখানে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৫৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৩০ জনের মধ্যে সুস্থ ১১৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫২ জনের মধ্যে সুস্থ ৪৮ জন, লালমোহনে আক্রান্ত ১০৬ জনের মধ্যে সুস্থ ৭৩ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৭২৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে। সনাক্ত হয়েছে ১ হাজার ২২৩ জন।



 

Show all comments
  • MD RESAN ১৬ জুলাই, ২০২১, ১০:৩৫ এএম says : 0
    আমি করোনা টেস্ট করতে চাই বোরহানউদ্দিন উপজেলা হাসপাতাল একই করোনা টেস্ট করানো হয় আমি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি কারণ আমি একজন করোনায় আক্রান্ত রোগী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ