মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ও রুশ টিকার পর এবার চীনের করোনার ভ্যাকসিন যাচ্ছে ইউরোপে। চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সিনোফার্ম’ জানিয়েছে, বেইজিং ইনস্টিটিউটের তৈরি টিকাকে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি) সার্টিফিকেট দিয়েছে হাঙ্গেরির ওষুধ প্রশাসন। ইউরোপে এই প্রথম ছাড়পত্র পেল চীনের করোনা প্রতিষেধক। এর আগে রুশ ভ্যাকসিনের প্রতি আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে চীনের টিকার জন্য ইউরোপে দরজা খুলে দিল হাঙ্গেরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বারবারই বলে আসছে- ইইউর অন্তর্ভুক্ত দেশগুলোতে টিকা দেওয়ার গতি খুবই শ্লথ। তবে ইইউর বক্তব্য— অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। আর ফাইজারের টিকার সরবরাহ কম। বাধ্য হয়ে তারা বিকল্প পথের সন্ধানে ছিল। স¤প্রতি বিজ্ঞানবিষয়ক জার্নাল ‘ল্যানসেট’-এ রুশ ভ্যাকসিন স্পুটনিক-ভির তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট প্রকাশ হয়েছে। তাতে টিকার গুণগতমান নিয়ে যথেষ্ট সন্তোষজনক মন্তব্য করা হয়েছে। তার পরেই রুশ টিকার দিকে ঝুঁকেছে ইইউ। এবার চীনা টিকার প্রতিও আগ্রহের খবর শোনা গেল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।