Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আমাজন বাঁচাতে ১শ’ কোটি ডলার চায় ব্রাজিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ এএম

আমাজন বাঁচানোর স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর কাছে ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে ব্রাজিল। দেশটির স্থানীয় ও এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় এক সাক্ষাতকারে ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো সেলস এ সহায়তা চেয়েছেন। সাক্ষাতকারে মন্ত্রী বলেন, বন নিধন থামাতে এই ১০০ কোটি ডলার ১২ মাসে খরচ করা হবে। সময়মতো এই সহায়তা পেলে এবং তা ঠিক উপায়ে ব্যবহার করা গেলে আমরা ১ বছরের মধ্যে আমাজন নিধন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারব। রিকার্ডো সেলস আরও জানান, তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন এবং নরওয়ে সহযোহিতা করতে চায় কিনা তা জানতে চেয়েছেন। সহায়তার এক তৃতীয়াংশ অর্থ সরাসরি বন উজাড় রুখতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বাকি দুই-তৃতীয়াংশ অর্থনৈতিক বিকাশের জন্য ব্যবহার করা হবে। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ