মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমাজন বাঁচানোর স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর কাছে ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে ব্রাজিল। দেশটির স্থানীয় ও এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় এক সাক্ষাতকারে ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো সেলস এ সহায়তা চেয়েছেন। সাক্ষাতকারে মন্ত্রী বলেন, বন নিধন থামাতে এই ১০০ কোটি ডলার ১২ মাসে খরচ করা হবে। সময়মতো এই সহায়তা পেলে এবং তা ঠিক উপায়ে ব্যবহার করা গেলে আমরা ১ বছরের মধ্যে আমাজন নিধন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারব। রিকার্ডো সেলস আরও জানান, তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন এবং নরওয়ে সহযোহিতা করতে চায় কিনা তা জানতে চেয়েছেন। সহায়তার এক তৃতীয়াংশ অর্থ সরাসরি বন উজাড় রুখতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বাকি দুই-তৃতীয়াংশ অর্থনৈতিক বিকাশের জন্য ব্যবহার করা হবে। ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।