প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দিল্লিভিত্তিক ব্যান্ড ইউফোরিয়ার প্রধান (ডা.) পলাশ সেনের ছেলে কিংশুক সেনের হলিউডে অভিষেক হতে যাচ্ছে ‘ইন এ সাইলেন্ট ওয়ে’ নামে একটি চলচ্চিত্র দিয়ে। মাইলস ডেভিসের একটি গানের টাইটেল দিয়ে ফিল্মটি লস অ্যাঞ্জেলেসের চারজন জ্যাজ মিউজিসিয়ানকে নিয়ে যারা অপাংক্তেয় হয়েও সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেয়ার চেষ্টা করছে। কিংশুক বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে উষ্ণ আর আনন্দদায়ক এক অভিজ্ঞতা। আমি যে কোনও কাজের প্রথম দিনে নারকেল ফাটাই। আর আমার টিম আমাকে এই ঐতিহ্য রক্ষায় সহায়তা করেছে, এবং আমার সঙ্গে অংশও নিয়েছে।’ কোলিন লেভিনের পরিচালনায় চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নিকোলাই ডোরিয়ান এবং কিম্বাল ফার্লি। অডিশনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ২৬ বছর বয়সী অভিনেতা বলেন, ‘তারা এমন একজন অভিনেতা চাইছিল যে মাঝামাঝি দক্ষতায় পিয়ানো বাজাতে পারে।’ ‘এটি ছিল আনুষ্ঠানিকভাবে আমার কোনও ফিল্মের জন্য অডিশন দেয়া। সৌভাগ্যক্রমে ট্রিনিটি গিল্ডহল অনুমোদিত আমার স্কুলে আমি পিয়ানো প্রশিক্ষণ নিয়েছিলাম।’ ‘ইন এ সাইলেন্ট ওয়ে’তে কিংশুক অ্যান্ডারসন নামে লস অ্যাঞ্জেলেসের এক তরুণ পিয়ানোবাদকের ভূমিকায় অভিনয় করবেন। যে নিজেকে সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পেতে চেষ্টা করছে, অন্যদিকে তার ব্যান্ডলিডার নিজেকে অমর করার চেষ্টা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।