বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাত দিন দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশনার বিরুদ্ধে চাঁদপুরে হকার্স মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। দোকান খুলতে দেওয়ার দাবিতে সোমবার শহরের শপথ চত্বর ও মুক্তিযোদ্ধা সড়কে বিক্ষোভ করে হকার্স মার্কেটের প্রায় সাড়ে ৩শ' ব্যবসায়ী। পরে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘আমরা বিক্ষোভের কথা জানতে পেরে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি। তারা যেন আর লকডাউন ভেঙে আন্দোলন করতে না পারে সে জন্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদের সঙ্গে হকার্স মার্কেট নেতাদের সঙ্গে কয়েক দফা বাকবিতণ্ডা চলে। শেষ পর্যন্ত পুলিশ অনড় থাকায় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনুর অনুরোধে ব্যবসায়ীরা রাস্তা ছেড়ে মার্কেটের ভেতর ঢুকে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।