বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১১১ জন। যা গত ৯মাসের তুলনা সর্বোচ্চ আক্রান্ত। নতুন আক্রান্তের হার শতকরা ১৭.১৬ভাগ। যা গত রোববারের তুলনায় ১০ভাগ বেশি। জেলা মোট আক্রান্তের সংখ্যা দাড়িঁয়েছে ৬২০৬জন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩২, বেগমগঞ্জে ৩৯, কোম্পানীগঞ্জে ১৫, কবিরহাটে ৯, সোনাইমুড়ীতে ৭, সেনবাগে ৩, হাতিয়ায় ৩, চাটখিলে ২ ও সুবর্ণচরে ১ জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২০৬জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৫২৫ ও আইসোলেশনে রয়েছেন ৫৮৯জন। গত ২৪ ঘন্টায় জেলার দু’টি ল্যাবে ৬৪৭জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলা করোনায় মোট মৃত্যু ৯২জন। স্বাস্থবিধি মেনে চলতে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে লকডাউনের প্রথম দিনে সকাল থেকে জেলা শহরসহ জেলার গুরুত্বপূর্ন বাজার গুলোতে মানুষের তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সড়কে ছোট খাট কয়েকটি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।