মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পবিত্র রমজান মাসে তারাবীহ নামাজের জন্য পুরো পাকিস্তানে মসজিদ খোলা থাকবে। শনিবার পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এই ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) বৈঠকে মসজিদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরের মতো মসজিদগুলো উন্মুক্ত থাকবে এবং সেখানে নামাজ অনুষ্ঠিত হবে। তবে ২০ শর্ত মানার সাপেক্ষে এই অনুমতি দেয়া হয়েছে। এর আগে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী নূরুল হক কাদরি বলেন, কোভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) কঠোরভাবে মেনে চলার শর্তে রমজানে পাকিস্তান জুড়ে মসজিদগুলি উন্মুক্ত থাকবে।
এসওপি অনুসারে, করোনাভাইরাস বায়ুবাহিত হওয়ায় কোনও গালিচা বা ম্যাট মসজিদে স্থাপন করা যাবে না। নামাজের জন্য পরিষ্কার মেঝে অবশ্যই নিশ্চিত করতে হবে। কেউ চাইলে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে জায়নামাজ আনতে পারবেন। ৫ ওয়াক্ত নামাজ ও তারাবীহ ছাড়া মসজিদে আর কোন জমায়েতের অনুমতি দেয়া হবে না। কোনও মসজিদের যদি খোলা জায়গা বা বাগান থাকে তবে সেখানে নামাজ আদায় করা ভাল।
মন্ত্রণালয়ের মতে, ৫০ বছরের বেশি বয়সীদের এবং শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেয়া উচিত নয় এবং প্রত্যেককে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবøুএইচও) এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া সামাজিক দূরত্বের নির্দেশনা অনুসরণ করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে যে, মসজিদের মেঝে নিয়মিত ক্লোরিনযুক্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। জামাতে নামাজের সময় ছয় ফুট দূরত্ব থাকতে হবে। সবাই যাতে নিয়ম মেনে চলা এবং এসওপিগুলি অনুসরণ করে তা নিশ্চিত করার জন্য মসজিদে কমিটি গঠন করতে হবে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।