নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উদীয়মানদের দল ঠাসা জাতীয় দলের ক্রিকেটারদের দিয়ে। তারাই গড়ে দিলেন ব্যবধান। ব্যাট হাতে আলো ছড়ালেন ফারজানা হক। বোলিংয়ে উজ্জ্বল সালমা খাতুন। তাদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল। মহামারীকালে বাংলাদেশের মেয়েদের এটাই প্রথম ম্যাচ।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৫৪ রানে জিতেছে স্বাগতিকরা। ১৯৫ রান তাড়ায় সফরকারীরা গুঁড়িয়ে গেছে ১৪১ রানে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা। ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই জন। এরপর ফারজানার ৫ চারে ১০০ বলে খেলা অপরাজিত ৭২ রানের ইনিংসে দুইশর কাছাকাছি সংগ্রহ গড়ে বাংলাদেশ। প্রতিপক্ষকে দেড়শর আগে থামিয়ে দিতে বড় অবদান সালমার। এই অফ স্পিনার ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
বাংলাদেশ দলের ১০ জনেরই আছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। দেশের হয়ে খেলেননি কেবল ফারিহা ইসলাম তৃষ্ণা। আগামী মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ : ৫০ ওভারে ১৯৫/৯ (মুর্শিদা ৩৬, শামিমা ৩৪, ফারজানা ৭২*, রুমানা ১৩, রিতু ১১; ফিগুয়েইরেডো ১/৩৩, উইন্সটার ৩/৩২, জোন্স ১/২৩, অ্যান্ড্রুস ১/২১, ফে ১/১৮)। দ.আফ্রিকা : ৪৪.৫ ওভারে ১৪১ (স্টেইন ৪১, সিরলি ১৫, ক্রিস্টি ১৩, বোস ১৬, মাথে ১৭*; সালমা ৩/২৫, তৃষ্ণা ২/১৪, জাহানারা ২/১৮, রুমানা ২/১৬, সানজিদা ২/২৭)।
ফল : বাংলাদেশ ৫৪ রানে জয়ী। ম্যাচ সেরা : ফারজানা হক। সিরিজ : ৫ ম্যাচে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।