Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিকি পন্টিংদের ছাপিয়ে ল্যানিংরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

টানা ওয়ানডে জয়ের বিশ্ব-রেকর্ডটা এতদিন ছিল অস্ট্রেলিয়ার। এখনো সেটা অস্ট্রেলিয়ার দখলেই। তবে ১৮ বছর পর হাত বদল হয়েছে কৃতিত্বটা। পুরুষদের করা রেকর্ডটা ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন অজি নারী ক্রিকেটাররা।
২০০৩ সালের জানুয়ারি-মে পর্যন্ত রিকি পন্টিংরা লিখেছিল টানা ২১ ওয়ানডে জয়ের বিশ্ব-রেকর্ড। তাদের টপকে টানা ২২ ওয়ানডে জেতার নতুন বিশ্ব-রেকর্ড গড়েছেন মেগ ল্যানিংরা।

নতুন এ মাইলফলকে পৌঁছতে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের লেগেছে তিন বছর। ২০১৮ সালের মার্চে ভাডোদারায় ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই থেকে এখনো পর্যন্ত তারা হারেনি কোনো ওয়ানডে। গতকাল মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬ উইকেটে ধরাশায়ী করে নতুন এ ইতিহাস গড়েছেন ল্যানিংরা। অজি মেয়েরা সর্বশেষ একদিনের ম্যাচে হার মানে ২০১৭ সালের অক্টোবরে। এরপর থেকেই জয় রথে চড়ে ছুটে চলেছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিকি পন্টিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ