Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম লীগের জাতীয় কাউন্সিল স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ মুসলিম লীগ নির্বাহী কমিটির এক জরুরি সভায় আগামী ১০ এপ্রিল দলের নির্ধারিত জাতীয় কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দলের কার্যালয়ে এক সভায় কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে সভায় বলা হয়, সরকার আগামীকাল সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করায় পূর্ব নির্ধারিত ১০ এপ্রিল দলের জাতীয় কাউন্সিল অধিবেশন করা সম্ভব নয় বিধায় তা স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতির উন্নতি হলে দলের জাতীয় কাউন্সিল করার পক্ষে মত প্রকাশ করা হয়। মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আজ বাদ যোহর দলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক জরুরি সভায় বক্তব্য রাখেন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন আবুড়ী, মুসলিম লীগ সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ