Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার গুপ্তচরের ভূমিকায় রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মার্কিন ইতিহাসভিত্তিক ড্রামা ফিল্ম ‘আ কল টু স্পাই’তে প্রথম মুসলমান নারী গুপ্তচর নুর ইনায়েত খানের ভূমিকায় অভিনয় করার পর বলিউডের রাধিকা আপ্তে আবার একজন নারী স্পাইয়ের ভূমিকায় অভিনয় করবেন। এবার অনুশ্রী মেহতার পরিচালনায় ‘মিসেস আন্ডারকাভার’ ফিল্মে রাধিকাকে এক গৃহবধূর ভূমিকায় দেখা যাবে যে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করে। চলচ্চিত্রটি সম্পর্কে রাধিকা বলেন : “কিছুদিন আগে অনুশ্রী ফিল্মটির প্রস্তাব নিয়ে আসেন। কাহিনীর অভিনবত্ব আমাকে রোমাঞ্চিত করে। প্রথম লুক দেখার পরও আমি রোমাঞ্চিত বোধ করি। এখন আমি দর্শকদের মত জানবার অপেক্ষায় আছি। ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সুমিত ব্যস। এটি অনুশ্রীর পরিচালনায় প্রথম চলচ্চিত্র।‘নির্মাণে প্রথম পদক্ষেপ আর দর্শকদের জন্য ফার্স্ট লুক উপহার দেয়া এক অনন্য অভিজ্ঞতা। দর্শকদের জন্য ভাল কনটেন্ট উপহার দেয়ার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। রাধিকা আপ্তেকে আমি কেন্দ্রীয় চরিত্রের জন্য পেয়েছি বলে আমি সন্তুষ্ট,’ পরিচালক বলেন। ‘মিসেস আন্ডারকাভার’ প্রযোজনা করছেন ঈশান সাক্সেনা, আবির সেনগুপ্ত, সুনীল শাহ এবং বরুণ বাজাজ। নেওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে রাধিকা অভিনীত ক্রাইম থ্রিলার ‘রাত আকেলি হ্যায়’ গত বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ