Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশে সফরে আগ্রহী জর্ডান

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইউয়ান মরগ্যান বাংলাদেশ সফর নিয়ে এখনো আছেন দোটানায়। প্লাঙ্কেট এবং জোস বাটলারও ভুগছেন সিদ্ধান্তহীনতায়। তবে বাংলাদেশ সফরে ইংল্যান্ড ক্রিকেটার এবং কোচিং স্টাফের আগ্রহ একজন একজন করে বাড়ছে। বেয়ারশ’ বাংলাদেশ সফরে তার আগ্রহের কথা প্রকাশ করেছেন সবার আগে, মইন আলী যোগ দিয়েছেন সেই দলে। গতকাল ইংলিশ পেস বোলার ক্রিস জর্ডানও বাংলাদেশ সফরে আসার ইচ্ছের কথা জানিয়েছেন। ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন বাংলাদেশ সফরে যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের উপর পূর্ণ আস্থা আছে তার, এমনটাই জানিয়েছেন ক্রিস জর্ডানÑ ‘আমি যদি দলে নির্বাচিত হই, তাহলে অবশ্যই সেখানে যাব। অন্য দেশ সফরের মতো আমাদের প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন সেখানে যেয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন। তাছাড়া তারা অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিবে।’ বাংলাদেশ সফরকে সামনে রেখে আগামীকাল দল ঘোষণা করার কথা ইসিবি’র। জর্ডানের আগ্রহে শক্তিশালী দল গঠনের কথাই ভাবতে পারে ইসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশে সফরে আগ্রহী জর্ডান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ