Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরো ফাইনালিস্টদের হোঁচট

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের পথে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালিস্ট দুই দল। গোলের জন্য পরশু রাতে প্রতিপক্ষের মাঠে সম্ভব্য সবকিছু করেও জিততে পারেনি ইউরো রানার-আপ ফ্রান্স। তবুও এক পয়েন্ট পাওয়াকে তারা সান্ত¦না হিসেবে নিতে পারে। কিন্তু শেষ রক্ষা হয়নি চ্যাম্পিয়ন পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ২-০ গোলে হেরে সবেছে সুইজারল্যান্ডের কাছে।
মনোবলে টাইটম্বুর হয়েই বাসেলের পা রেখেছিল ইউরোপ সেরারা। চোটের কারণে শুধুমাত্র দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপরও দলের স্ট্রাইকার ন্যানি জোর গলায় বলেছিলেন, রোনালদোকে ছাড়াই তাদের দল পরিপূর্ণ। তাকে ছাড়াই প্রথমবারের মতো ইউরোপ সেরার খেতাব গায়ে মাখতে পারাটাই হয়তো শক্তি যোগাচ্ছিল তাদের। কিন্তু বাতাস তো আর সবসময় এক দিকে বয় না। সেই মোতাবেক বিরতির আগেই তারা খেয়ে বসে দুই গোল। ২৩ মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন এমবোলা। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেহমেদি। শেষ পর্যন্ত প্রথমার্ধের এই ফলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এই হারের ফলে মধ্যম সারির দল নিয়েও ১৪ ম্যাচ অপরাজয়ের যাত্রা থামলো কোচ সান্তোসের। যে যাত্রার মধ্যে ছিল পর্তুগালের ইউরো জয়ও।
বেলারুশের বিপক্ষে বরিজভ অ্যারেনায় ফ্রান্সের গোলশূন্য ড্রও ছিল অপ্রত্যাশিত। ফেভারিটের প্রমাণ ঠিকই তারা দিয়েছিল একের পর এক আক্রমণ শানিয়ে। শুধু প্রতিপক্ষের জালটাই খুঁজে পেল না জিরুদ-গ্রিজম্যানরা। ফিফা র‌্যাংকিংয়ের ৭০ নম্বর দলের কাছে তাই পয়েন্ট হারাতে হলো সপ্তম স্থানে থাকা দলকে।
জয় পায়নি জøাতান ইব্রাহিমোভিচের সুইডেন ও এবারের ইউরোর চমক জাগানিয়া দল নেদারল্যান্ডসও। ইব্রা অবশ্য দল থেকে অবসর নিয়েছেন ইউরো ব্যর্থতার পরই। আর ডাচরা তো এবারের ইউরোর মূল পর্বেই ছিল অনুপস্থিত। দু’দলের মধ্যকার ম্যাচটি এদিন ড্র হয় ১-১ গোলে। ফেভারিটদের মধ্যে এদিন জয় পেয়েছে শুধুমাত্র ইউরোপের নতুন সমীহ জাগানো দল বেলজিয়াম। সাইপ্রাসের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে লুকাকু-ফেলাইনি-ডি ব্রুইনরা। জোড়া গোল করেন এভারটন স্ট্রাইকার রোমেলু লুকাকু, বাকিটা ইয়ানিক ক্যারোসকোর। ইতিহাসও এদিন বেলজিয়ামের পক্ষেই ছিল। ১৯৬০ সালের পর থেকে বড় কোনো আসরের প্রথম ম্যাচে হারেনি রেড ডেভিলরা।
এক নজরে ফল : আলবেনিয়া ২-১ মেসিডোনিয়া, সাইপ্রাস ০-৩ বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা ৫-০ এস্তোনিয়া, সুইডেন ১-১ নেদারল্যান্ডস, বুলগেরিয়া ৪-৩ লুক্সেমবার্গ, বেলারুশ ০-০ ফ্রান্স, সুইজারল্যান্ড ২-০ পর্তুগাল, ফেরো আইল্যান্ড ০-০ হাঙ্গেরি, এন্ডোরা ০-১ লাটভিয়া, জিব্রাল্টার ১-৪ গ্রিস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরো ফাইনালিস্টদের হোঁচট

৮ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ