মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলীয় এলাকা আগুয়ালহকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ক্যাম্পে গতকাল শুক্রবার (২ এপ্রিল) সন্ত্রাসীদের হামলায় চার শান্তিরক্ষী নিহত হয়েছে। জাতিসংঘ মিশন একথা জানিয়েছে। খবর এএফপির।
এমআইএনইউএসএসএ’র এক সূত্র জানায়, আলজেরিয়া সীমান্তের প্রায় ২শ’ কিলোমিটার দূরে শাদের শান্তিরক্ষী বাহিনী লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় শান্তিরক্ষীরা অত্যন্ত সাহসিকতার সাথে সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলা করে। এতে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তারা পালিয়ে যাওয়ার সময় নিজেদের অনেক ‘মৃতদেহ’ ফেলে রেখে যায়।
এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস বলেন, তিনি সন্ত্রাসীদের এমন ভয়াবহ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন এবং সাহসিকতার সাথে সন্ত্রাসীদের মোকাবেলা করার প্রশংসা করেন। এ ঘটনায় চার সৈন্য নিহত ও ১৯ জন আহত হয়েছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।