Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগে কাশ্মীরের স্বায়ত্তশাসন তারপর বাণিজ্য : পাকিস্তান

ভারত থেকে আমদানির সিদ্ধান্ত বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তান সরকার সাফ জানিয়ে দিয়েছে কাশ্মীরের স্বায়তশাসন ছাড়া ভারতের সাথে কোনো বাণিজ্য নয়। চিরবৈরী প্রতিবেশী ভারত থেকে তুলা এবং চিনি আমদানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরুর যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকারের অর্থনৈতিক কমিটি; বৃহস্পতিবার তা বাতিল করে দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
ভারত থেকে চিনি ও তুলা আমদানির ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করেছে পাকিস্তান। দুই দেশের সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, প্রায় দুই বছর বন্ধ থাকার পর ৩১ মার্চ পাকিস্তানের অর্থমন্ত্রী আবারও আমদানি শুরুর ঘোষণা দিলেও বেঁকে বসে মন্ত্রিসভা। একদিনের ব্যবধানে আমদানির সিদ্ধান্ত প্রত্যাহার করে ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়, কাশ্মির ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না।

গত বুধবার পাকিস্তানি অর্থমন্ত্রী হাম্মাদ আজহার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে চিনি ও তুলা আমদানি ফের শুরু করবে তার দেশ। তিনি বলেছিলেন, পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) বেসরকারিভাবে ভারত থেকে পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে। এই ঘোষণার ২৪ ঘণ্টা যেতে না যেতেই বেঁকে বসে দেশটির মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানান, ভারত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দিলে তাদের পক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।

জানা গেছে, বৈঠকে শেখ রশিদ, মাহমুদ কোরেশি, মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারিসহ পাকিস্তানের একাধিক প্রভাবশালী মন্ত্রী ভারত থেকে তুলা-চিনি আমদানির বিরোধিতা করায় বিষয়টি স্থগিত হয়ে যায়। ভারতশাসিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে ২০১৯ সালের আগস্ট থেকে চিরবৈরী ভারত-পাকিস্তানের সম্পর্কে আরও অবনতি হয়। সেসময় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বরখাস্ত করে পাকিস্তান। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য, রেল ও বিমান চলাচলও বন্ধ করে দেয় তারা। তবে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের মে মাসে ভারত থেকে ওষুধ ও কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইমরান খানের সরকার।

পাকিস্তান অ্যাপারেল ফোরামের চেয়ারম্যান জাভেদ বিলওয়ানির মতে, ভারত থেকে তুলা আমদানির অনুমতি ছিল পুরোপুরি বাস্তবসম্মত সিদ্ধান্ত এবং এই মুহূর্তে তাদের জন্য এটাই প্রয়োজন। সেই অনুমতি বাতিলের সিদ্ধান্ত দ্রুততম সময়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি। ভারত থেকে তুলা আমদানির সিদ্ধান্ত বাতিলের পরপরই এর দাম বেড়ে গেছে জানিয়ে বিলওয়ানি বলেন, সরকার যদি ভারত থেকে তুলা আমদানির অনুমতি না দেয় তাহলে যেন এর প্রাপ্যতা নিশ্চিত করে। এই সংকটের সমাধান না হলে পাকিস্তানের টেক্সটাইল পণ্য রফতানি ব্যাপক হারে কমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



 

Show all comments
  • Md Sazu Mia Sazu ৩ এপ্রিল, ২০২১, ১:৩৭ এএম says : 0
    এটাই মুসলমানের পরিচয়
    Total Reply(0) Reply
  • A. Rashid Munna ৩ এপ্রিল, ২০২১, ১:৩৮ এএম says : 0
    একসময় আমাদের বিপক্ষে শক্তি হলেও বর্তমানে তারা মুসলমানদের পক্ষের শক্তি - হে আমাদের রব আপনার রহমত দিন " আমিন "
    Total Reply(0) Reply
  • Mohammad Imran ৩ এপ্রিল, ২০২১, ১:৩৮ এএম says : 0
    আলহামদুলিল্লাহ এগিয়ে জান
    Total Reply(0) Reply
  • এবি সোবহান ৩ এপ্রিল, ২০২১, ১:৩৮ এএম says : 0
    ধন্যবাদ ইমরান খান,
    Total Reply(0) Reply
  • Mohammad Saidul ৩ এপ্রিল, ২০২১, ১:৩৮ এএম says : 0
    একজন শক্তিশালী রাষ্ট্র প্রধানের বক্তব্য, আর উগান্ডার রাষ্ট্রপ্রধান কাফেরদের কাছে মাথা নত করে
    Total Reply(0) Reply
  • শাহ্‌ ৩ এপ্রিল, ২০২১, ৮:৫৫ এএম says : 0
    ফারুক আব্দুল্লাহ মুসল্মান তার বাবাও মুসলমান ছিল । তারা ভারতের সাথে থাকতে চায় । কাশ্মিরের জনগন হিন্দু এবং মুসলমান বা যেকোনো ধর্ম । কাশ্মিরের জনগনের জন্য স্বাধীন কাশ্মির প্রয়োজন । স্বায়ত্তশাসন মানে স্বাধীন না । বুঝে মন্তব্য করা উচিত ।
    Total Reply(0) Reply
  • Abul Kalam Azad ৩ এপ্রিল, ২০২১, ৩:৫২ পিএম says : 0
    আমি সমমত প্রাকশ করছি পাকিস্তানের সাথে,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ