Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটার্ন ছাড়া ক্রসিং বন্ধ

বনানী টু সাতরাস্তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর বনানী থেকে সাতরাস্তা পর্যন্ত ইন্টারসেকশন বা ক্রসিংগুলো আজ থেকে বন্ধ করে দেয়া হচ্ছে। শুধু মাত্র ইউটার্ন দিয়ে গাড়ি ঘুরতে পারবে। যানজট নিরসনে তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১ (এগার) টি ইউটার্ন নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। যানজট নিরসনে পুরোপুরি ভাবে ইউটার্ন চালু করার কারণে ইন্টারসেকশনগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। তবে মহাখালী থেকে ফার্মগেট যাওয়ার ক্রসিং খোলা থাকবে।
গতকাল ডিএনসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেভি হেড কোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নং ২৭, বনানী কাকলী, বনানী রোড নং ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কহিনুর মোড়, লাভ রোড মোড় ইত্যাদি ইন্টারসেকশন সমূহ নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় রাইট টার্নিং (ডানে মোড়) বন্ধ রাখা হবে। রাজধানী ঢাকার যানজট হ্রাসকল্পে উক্ত এলাকায় চলাচলকারী যানবাহন সমুহকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ইউটার্ন সমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন এর মধ্যে ১০টি নির্মাণ করেছে ডিএনসিসি। এগুলো হল, উত্তরা রাজলক্ষী এর সামনে, উত্তরা র‌্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যান বাড়ী, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেসের সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রসিং বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ