Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাসিকোর আগে রিয়ালে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

চলতি লা লিগা মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিল শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। এরপরই কিছু ম্যাচে হয়েছে ছন্দপতণ, খেয়েছে হোঁচট, ফলে তাদের শিরোপা ধরে রাখাটা পড়ে গেছে শঙ্কায়। লিগ ধরে রাখতে হলে প্রতি ম্যাচে তো জয় তুলে নিতেই হবে, করতে হবে প্রতিদ্বন্দ্বীদের অনিষ্ট কামনাও। এমন সমীকরণ নিয়েই আগামী ১১ এপ্রিল এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল। তবে এর আগে এমন এক দু:সংবাদ পেয়েছে দলটি, যা কোচ জিনেদিন জিদানকে রাখবে বেশ দুশ্চিন্তায়।

স্পেনের হয়ে কসোভোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন দলটির অধিনায়ক সার্জিও রামোস। এরপর সেদিন রাতেই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় স্প্যানিশ এই ডিফেন্ডারের চোটের কথা। পায়ের পেশিতে এই চোটের কারণে অন্তত তিন ম্যাচে তার খেলা পড়ে গেছে অনিশ্চয়তায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, চোট থেকে সেরে ওঠতে অন্তত এক মাসের মতো সময় চাই রামোসের। যদিও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এ নিয়ে জানায়নি তেমন কিছুই। তবে রামোসের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি নির্দেশ করছে বড় সময়ের জন্য ছিটকে যাওয়ার দিকেই। তিনি লিখেছেন, ‘এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় খেলতে না পারাটা আমাকে বেশ পীড়া দেয়।’
চলতি মাসটা রিয়াল মাদ্রিদের জন্য মহাগুরুত্বপূর্ণই বটে। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুলের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। এরপরের ম্যাচেই লিগে বার্সেলোনার বিপক্ষে খেলবে জিদানের দল। ১৫ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের ফিরতি ম্যাচে লিভারপুলের মাঠে খেলবেন করিম বেনজামারা। যার কোনো একটাতেও হার চলতি মৌসুমে দলটির শিরোপা-যাত্রাকে ব্যহত করতে পারে বাজেভাবেই। এমনই এক সময়ে অধিনায়ক রামোসকে হারাল রিয়াল।
স্প্যানিশ এই ডিফেন্ডার রিয়ালের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার একটা ধারণা মিলতে পারে একটা তথ্য থেকে। শেষ দুই মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে দুই বার। দু’বারই নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি রামোস। এরপর চলতি মৌসুমেও গ্উপ পর্বের তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি, দল চলে গিয়েছিল খাদের কিনারায়। এরপর শেষ ম্যাচে দলটির বাঁচা-মরার লড়াইয়ে তিনি ফেরেন, দলও গ্রুপ পর্ব শেষ করে সেরা দল হিসেবে!
চলতি মৌসুমে রামোসের চোট সমস্যা অবশ্য নতুন কিছু নয়। চারটি ভিন্ন চোটে ২০২০-২১ মৌসুমে সর্বমোট ৮৮ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি সর্বমোট ১৮ ম্যাচে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়ালে দুঃসংবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ