Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নারী ফুটবলে আনসার ও রাজশাহীর বড় জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৯:৩২ পিএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ফুটবলে বাংলাদেশ আনসার ও রাজশাহী জেলা বড় জয় পেয়েছে। শুক্রবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে আনসার থুইনুর ট্রিপল হ্যাটট্রিক ও লিডা’র হ্যাটট্রিকে ১৭-০ গোলে বিধ্বস্ত করে খুলনাকে। থুইনু ১০ ও লিডা ৩টি গোল করেন। মুনকি, রুপা আক্তার, সিরাত সাবরিন ও শিরিন আক্তার করেন একটি করে গোল।

একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা ৭-১ গোলে উড়িয়ে দেয় ময়মনসিংহকে। রাজশাহীর সংক্রান্তি বালা ও শাহিনা আক্তার ২টি করে এবং সুমাইয়া আক্তার, কর্নফুলী ও নিপা রানী ১টি করে গোল করেন।

নারী ফুটবলে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে আছে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ফুটবল দল। ‘বি’ গ্রুপের দলগুলো হলো- মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় ফুটবল দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ