গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নগরীতে পুলিশ পিতার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। নগরীর আকবর শাহ থানার সিটি গেইট শাপলা আবাসিক এলাকায় গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলশি থানার এসআই মহিম উদ্দিনের ছেলে মাহিন উদ্দিন (১৯) বাবার সঙ্গে অভিমান করে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করে। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। মাহিন এবার এইচএসসি পাশ করেছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন জানান, সকালে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো মাহিনের। কিন্তু এসআই মহিম উদ্দিন থানার ডিউটি থেকে বাসায় ফিরে দেখেন মাহিন পরীক্ষা দিতে যায়নি। এ নিয়ে তিনি ছেলেকে বকাবকি করেন। পরে তিনি সরকারি পিস্তল বাসায় রেখে মসজিদে গেলে সে বাসায় থাকা বাবার পিস্তল বের করে নিজের বুকে এক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে বাসার লোকজন তার কক্ষে গিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, তার বুকের ডান পাশে গুলিটি ছেদ করে হাড় ভেঙে ভেতরে প্রবেশ করে। নগর পুলিশের কর্মকর্তারা জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সড়কে যুবকের লাশ
নগরীর বায়েজিদ সড়ক থেকে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাকে অন্য কোন এলাকায় হত্যার পর লাশ সেখানে ফেলে যাওয়া হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।