বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার থেকেই রাত ৯টার মধ্যেই সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। শুধু ওষুধের দোকান ছাড়া শপিং মল, সুপারশপ, কাঁচাবাজার, মাছ-মাংসের দোকান, হোটেল, রেস্তোরাঁ, সড়ক ও ফুটপাতে থাকা ভাসমান ভ্যানগাড়ি, সেলুন ও সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন রাত ৯টার মধ্যে বন্ধ রাখতে হবে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। সিলেট জেলা প্রশাসনের সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেলের দায়িত্বে থাকা শাম্মা লাবিবা অর্ণব বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভায় রাত কয়টা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখলে সুবিধা হয়, সে বিষয়ে প্রস্তাব তোলেন জেলা প্রশাসক। ব্যবসায়ীরাও সেই প্রস্তাবে সাড়া দেন। এ অবস্থায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।