Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ পরিবার ত্যাগ করা ছিল সেরা সিদ্ধান্ত –প্রিন্স হ্যারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৭:৫৭ পিএম

ব্রিটিশ প্রিন্স হ্যারি রাজপরিবারে জীবন ছেড়ে দেয়ার পরে এখন নিজেকে ‘মুক্ত’ বোধ করেন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর বিষয়টি ‘সর্বকালের সেরা সিদ্ধান্ত’ ছিল বলে তিনি মনে করেন।

৩৬ বছরের ডিউক অব সাসেক্স এখন ক্যালিফোর্নিয়ায় তার স্ত্রী মেগান মার্কেল (৩৯) এবং তাদের ছেলে আর্চিকে নিয়ে বসবাস করছেন। তিনি এবং ডাচেস অফ সাসেক্স চলতি বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ছাড়ার সিদ্ধান্তের কথা জানান এবং ২০২০ সালের মার্চ মাসে ব্রিটেন ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান।

একটি সূত্র এখন দাবি করেছে যে, প্রিন্স তার এই সিদ্ধান্ত নিয়ে ‘কোনও অনুশোচনা করেন না’ এবং তিনি নতুন জীবন নিয়ে এগিয়ে চলেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাদের ঘনিষ্ঠ একজন ইউএস উইকলিকে বলেন, ‘হ্যারি তার পরিবারের সাথে এই পরিস্থিতি নিয়ে অনুশোচনা করেন না। তিনি এই নতুন জীবন শুরু করা নিয়ে স্বাধীন এবং উচ্ছ্বসিত বোধ করেন।’ সূত্র: ডেইলি মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ