Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত আফসানা মিমি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১১:২৭ এএম

অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি করোনা আক্রান্ত হয়েছেন। আফসানা মিমিকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএসএসইউ)- তে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

আফসানা মিমি সপ্তাহ খানেক আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আফসানা মিমি নিজ বাসাতেই আইসোলেটেড ছিলেন। তবে অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত হলেও কোনো উন্নতি হচ্ছে না বলেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে আফসানার মিমির ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ গণমাধ্যমকে জানান, আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গেল সপ্তাহের। এরপর থেকে মিমি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কাশি কমছে না বলেই আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।’

অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ