Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩শ’ বছরের চেয়ে এক দশকে বেশি ব্যয় করবে সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ১৭৪৪ সালে প্রতিষ্ঠার পর ৩০০ বছরে সউদী আরব যে ব্যয় করেছে, পরবর্তী দশ বছরে তার চেয়েও বেশি ব্যয় করবে। উচ্চাভিলাষী ভিশন-২০৩০ কর্মসূচির মাধ্যমে অর্থনীতিকে রূপান্তরিত করার বিষয়ে ডি ফ্যাক্টো শাসকের এটি একটি সাহসী ঘোষণা।
গত মঙ্গলবার একটি অনলাইন সভায় বক্তৃতাকালে যুবরাজ বেসরকারী এবং সরকারী খাতের মধ্যে অংশীদারী কর্মসূচি ঘোষণা করেন। অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কর্মসূচির আওতায় ২০৩০ সালের মধ্যে স্থানীয় বেসরকারী খাতের পাঁচ ট্রিলিয়ন রিয়াল (১.৩ ট্রিলিয়ন ডলার) বিনিয়োগের জন্য তেল জায়ান্ট আরামকো এবং পেট্রোকেমিক্যাল সংস্থা সাবিকের পরিকল্পনা রয়েছে।

এ পদক্ষেপের লক্ষ্য হ’ল উপসাগরীয় দেশটির বেসরকারী ক্ষেত্রকে তেল রফতানির ওপর নির্ভরতা বন্ধ করতে অর্থনীতিকে সহায়তা করা। এগুলো এখনও দেশটির আয়ের অর্ধেকেরও বেশি অংশ। লাখ লাখ সউদী নাগরিকের কর্মসংস্থান তৈরিতে সহায়তার জন্য নতুন নতুন ক্ষেত্র বিকাশই এ প্রক্রিয়ার লক্ষ্য।

প্রায় ২৭ ট্রিলিয়ন রিয়াল (৭.২ ট্রিলিয়ন ডলার) ওঠানো হবে বলে আশা করা হচ্ছে। এ উচ্চাভিলাষী লক্ষ্য কীভাবে অর্জন করা হবে তা ব্যাখ্যা করে বিন সালমান বলেন: ‘আমরা যখন পরের দশ বছরে ২৭ ট্রিলিয়ন সউদী রিয়ালের কথা বলি, তখন আমাদের এই কঠিন ব্যবস্থা রয়েছে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) থেকে তিন ট্রিলিয়ন, আমরা এটি ঘোষণা করেছিলাম এবং এটি যেখান থেকে আমরা এনেছি তা আজ ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহত্তর সংস্থাগুলোর কাছ থেকে পাঁচ ট্রিলিয়ন, যার বেশিরভাগ সরকারী মালিকানাধীন সেটাও পাকাপোক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ। পরে ঘোষণা করার কৌশল অনুসারে চার ট্রিলিয়ন রিয়াল, এর একটি অংশ যথারীতি ব্যবসা এবং এর একটি বড় অংশ শক্ত, আমাদের আছে ১২ ট্রিলিয়ন রিয়াল’।

যুবরাজ এ বিশাল ব্যয়ের উৎসের ব্যাপারে প্রতিশ্রæতিবদ্ধ। ‘আমরা বড় বড় সংস্থা এবং বেসরকারী খাতের সাথে কথা বলছি, এটি একটি বিশাল সুযোগ। এটি সউদী আরবের একটি নতুন রাজতন্ত্র যেখানে গত তিনশ’ বছরে যা ব্যয় করা হয়েছে তার চেয়ে বেশি ব্যয় হবে’। সূত্র : মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • মোঃ নাজমুল ইসলাম ২ এপ্রিল, ২০২১, ১:০৫ এএম says : 0
    উচ্চাভিলাষী ভিশন-২০৩০ কর্মসূচির মাধ্যমে অর্থনীতিকে রূপান্তরিত করতে গিয়ে সৌদির অবস্থা কি দাঁড়াবে আল্লাহই ভালো জানেন।
    Total Reply(0) Reply
  • Md. Mofazzal Hossain ২ এপ্রিল, ২০২১, ১:০৫ এএম says : 0
    সৌদি আরবের জন্য শুভকামনা। এগিয়ে যাক আরও বহুদূর।
    Total Reply(0) Reply
  • জীবনের গল্পটা অসাধারন ২ এপ্রিল, ২০২১, ১:০৬ এএম says : 0
    তবে অস্ত্র কেনাতে এই অর্থ ব্যয় করলে চরম ভুল করবেন।
    Total Reply(0) Reply
  • বদরুল সজিব ২ এপ্রিল, ২০২১, ১:০৬ এএম says : 0
    খুবই চমতকার একটা উদ্যোগ।
    Total Reply(0) Reply
  • হাদী উজ্জামান ২ এপ্রিল, ২০২১, ১:০৬ এএম says : 0
    মুখে বলা সহজ, কাজে করা অনেক কঠিন।
    Total Reply(0) Reply
  • রফিকুল ইসলাম ২ এপ্রিল, ২০২১, ১:০৭ এএম says : 0
    মহান আল্লাহ কবুল করুন।
    Total Reply(0) Reply
  • মোঃ দুলাল মিয়া ২ এপ্রিল, ২০২১, ১:৪৬ এএম says : 0
    ভালো পদক্ষেপ গ্রহণ করতে পারলে এবং তাহা শুধু ইসলামী সরিয়া অনুসারে করতে হবে।সিনেমা হল করে এই বিলাসিতার পয়োজন নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী যুবরাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ