Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প আর আইএসের দর্শনে মিল পেলেন জাতিসংঘ মানবাধিকার প্রধান

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রাদ আল হোসেইন মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন আইএস-এর দর্শন আলাদা হতে পারে, তবে তাদের কর্মকা-ে মিল রয়েছে। হেগে পিস, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্পের প্রতি এমন মনোভাবের কথা জানান জেইদ রাদ আল হোসেইন। জাতিসংঘের কর্মকর্তা বলেন, তিনি দায়েশ (আইএস)-এর নৃশংস কর্মকা-ের সঙ্গে উগ্র জাতীয়তাবাদীদের কর্মকা-কে মেলাচ্ছেন না। তবে তাদের দর্শনের সাদৃশ্য রয়েছে। ট্রাম্প ছাড়াও অন্যান্য জনপ্রিয় রাজনীতিকদের বিরুদ্ধেও তিনি একই ধরনের অভিযোগ করেন। সে সময় তিনি বিশেষভাবে নেদারল্যান্ডসের ডানপন্থী রাজনীতিক গির্ট উইলডার্সের নাম উল্লেখ করেন। তাদের বিরুদ্ধে ডেমাগগ (ডেমাগগ একটি রাজনৈতিক পরিভাষা। এর মধ্য দিয়ে একটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনপ্রিয়তা অর্জন ও ক্ষমতা দখলে যুক্তির বদলে জনপ্রিয় ভাষা-ধারণা ব্যবহার করা হয়।) দিয়ে জনগণকে ক্ষেপানোর অভিযোগ করেন তিনি। বলকান অঞ্চলে ২০ বছর ধরে শান্তিরক্ষী হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি প্রতারণা, ধর্মান্ধতা এবং নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ থেকে নির্গত সংঘাতের নিষ্ঠুরতা প্রত্যক্ষ করেছেন। চলতি বছরের আগস্টে নেদারল্যান্ডসে এক উগ্রপন্থী প্রচারণা শুরু করে দেশটির ডানপন্থী রাজনীতিক গির্ট উইলডার্স-এর দল ফ্রিডম পার্টি। আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ওই প্রচারণায় নির্বাচিত হলে মসজিদ ও ইসলামিক স্কুল বন্ধ এবং কোরআন নিষিদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন গির্ট উইলডার্স। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প আর আইএসের দর্শনে মিল পেলেন জাতিসংঘ মানবাধিকার প্রধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ