মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিজ্ঞানীরা নমুনা হিসেবে সংগ্রহকৃত কয়েকটি মস্তিষ্কের টিস্যুর ভেতরে দূষণসৃষ্ট কিছু ক্ষুদ্র কণার উপস্থিতি পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এগুলো বিষাক্ত আয়রন অক্সাইডের কণা, যা আলঝেইমারের (স্মৃতিভ্রম) মতো রোগের জন্য দায়ী। অবশ্য, এব্যাপারে এখনো যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেননি গবেষকরা। দূষিত বায়ুতে বসবাসের কারণে মানুষের ফুসফুস ও হৃদযন্ত্রে যে জটিলতা তৈরি হতে পারে অনেক গবেষণাতেই ইতোমধ্যে উঠে এসেছে। তবে এবার নতুন গবেষণায় উঠে আসল মস্তিষ্কের আশঙ্কার কথা। বিজ্ঞানীরা দাবি করেছেন, ল্যানচেস্টার ইউনিভার্সিটির নেতৃত্বে নতুন গবেষণাটি পরিচালিত হয়েছে। পরে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স (পিএনএএস)-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ গবেষণায় প্রথমবারের মতো এমন প্রমাণ হাজির করা হয়েছে যে দূষণ থেকে উৎপন্ন ম্যাগনেটাইট নামের মিনিট পার্টিকেলগুলো মস্তিষ্কে জায়গা করে নিতে পারে। গবেষণার জন্য ৩৭ ব্যক্তির কাছ থেকে মস্তিষ্ক টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে ২৯ জন ছিলেন এমন যারা মেক্সিকো সিটিতে বসবাস করতেন এবং সেখানেই মারা গেছেন। আর এ মেক্সিকো সিটি দূষণের শহর হিসেবে পরিচিত। ওই ২৯ জনের বয়স ৩-৮৫ বছরের মধ্যে। বাকি আট ব্যক্তি অর্থাৎ যাদের কাছ থেকে মস্তিষ্ক টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের বয়স ৬২-৯২ বছরের মধ্যে। তারা ম্যানচেস্টারের বাসিন্দা। গবেষণা দলের প্রধান অধ্যাপক বারবারা মাহের শুরুতে ল্যানচেস্টারের বৌস্ত সড়কে এবং একটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরের বাতাসের নমুনায় ম্যাগনেটাইট কণার উপস্থিতি পেয়েছিলেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।