মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুগের সঙ্গে তাল মেলাতে নাম বদলাচ্ছে ‘দ্য নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকা’। ‘পেপার’ শব্দটি বাদ দিয়ে নতুন নামকরণ করা হচ্ছে ‘নিউজ মিডিয়া অ্যালায়েন্স’। গত বুধবার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করা হবে। বিশ্বজুড়ে ইন্টারনেটের ব্যাপক বিস্তারের ফলে সংবাদপত্রের অনলাইন সংস্করণের চাপে মুদ্রণ সংস্করণের ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে। ‘নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র নাম পরিবর্তনে এ শঙ্কাই আরো স্পষ্ট হয়ে উঠছে। যদিও ই-মেইলে ‘পয়েন্টার মানডে’-তে পাঠানো এক বিবৃতিতে নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রধান নির্বাহী ডেভিড চাভেন বলেন, “সংস্থার নতুন নামকরণের মাধ্যমে সংবাদমাধ্যম হিসেবে কোনোভাবেই মুদ্রণ সংবাদপত্রের গুরুত্ব হ্রাস পাওয়া বোঝানো হয়নি।” “নতুন নাম, ব্র্যান্ড ও প্রকল্প নিয়ে আমরা খুবই উদ্দীপ্ত। আসলে আমরা সংবাদ বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে খুবই উত্তেজিত।” আমেরিকাজুড়ে মুদ্রণ সংবাদপত্রগুলোকে নিজেদের অস্তিত্ব রক্ষায় রীতিমত লড়াই করতে হচ্ছে। মুদ্রণ সংস্করণ থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি অনলাইন সংস্করণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার চাপেও তাদেরকে থাকতে হচ্ছে। ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে ‘দ্য নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সদস্যসংখ্যা ছিল দুই হাজার ৭০০। বর্তমানে তা কমে দুই হাজার হয়েছে। নিউইয়র্ক টাইমস এই নতুন নামকরণের খবর প্রথম প্রকাশ পায়। প্রকাশক এবং আসন্ন নিউজ মিডিয়া অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান মাইকেল জে. ক্লিনজেনস্মিথ ‘নিউইয়র্ক টাইমস’কে বলেন, “আমার হিসাব অনুযায়ী, সানডে সংবাদপত্রগুলো আরো অন্তত ২০ বছর টিকে থাকবে। তবে দৈনিক সংবাদপত্রগুলোর ভবিষ্যৎ একই রকম হবে কিনা তা আমি বলতে পারছি না।” রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।