Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় কাহিল ভারত : একদিনে ৭২ হাজার শনাক্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ২:০৬ পিএম

করোনায় কাহিল হয়ে পড়েছে ভারত। শুরু থেকেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় করোনা। মাঝে কিছুদিন কিছুটা কম হয়েও আবার মহামারির রূপ নিয়েছে।

এদিকে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতের মহামারী পরিস্থিতি আরও প্রকট হচ্ছে। একদিনে দেশটিতে ৭২ হাজারের বেশি শনাক্ত হয়েছে যা পাঁচ মাস পর সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন।

আনন্দবাজার জানায়, গত বছরের ১১ অক্টোবরের পর থেকে একদিনে এত সংখ্যক সংক্রমণ হয়নি।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। এই সংক্রমণের অধিকাংশই ৯-১০টি রাজ্যে।

বর্তমানে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৪৪ জন।

চলতি বছরের শুরুতে ভারতে দৈনিক মৃত্যু কমে হয়েছিল একশ’র আশপাশে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দৈনিক মৃত্যুও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের যা গত বছরের ৫ ডিসেম্বরের পর সর্বোচ্চ। এর মধ্যে শুধু মহারাষ্ট্র রাজ্যেই মারা গেছেন ২২৭ জন। করোনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের।



 

Show all comments
  • Jack Ali ১ এপ্রিল, ২০২১, ৯:১৬ পিএম says : 0
    O'Corona virus attack all BJP including Butcher Modi and clean the Indian soil and also all the army from Kashmir.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ