Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে চিঠি

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০০ পিএম

করোনা সংক্রমণ দিনদিন বাড়লেও এখনই কক্সবাজার সৈকতসহ হোটেল মোটেলও পর্যটন স্পটসমূহ বন্ধের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে পর্যটকদের কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

কক্সবাজারকেন্দ্রিক যে কোন সিদ্ধান্ত গ্রহণের বেলায় অনেক বিষয় বিবেচনা করতে হয়। তাই সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে বসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে, খুব শিগগিরই কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধের ঘোষণা আসতেও পারে।

বুধবার (৩১ মার্চ) রাতে
সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করা হবে।

আপাতত: সরকারের জারি করা ১৮ নির্দেশনা মত সৈকতে পর্যটক সমাগম সীমিত করার জন্য কাজ চলছে। সে জন্য যতটুকু সম্ভব কড়াকড়ি করা হচ্ছে।

তিনি বলেন, আগের মত সমুদ্র সৈকতে ব্যাপক জনসমাগম হতে দেওয়া হচ্ছে না। প্রতিদিন সৈকতে জেলা প্রশাসনের একাধিক

ভ্রম্যমান আদালত কাজ করছে। স্বাস্থ্য বিধি মানতে বাধ্য করা হচ্ছে।

এ প্রসঙ্গে হোটেল মোটেল, রেস্টহাউজ-গেস্টহাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম সিকদার জানান, এবিষয়ে মন্ত্রণালয় থেকে তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

এতে হোটেল মোটেল গুলোতে ৫০/ ভাগ পর্যটক সীমিত করণ এবং স্বাস্থ্য বিধি মেনে চলাসহ বেশ কিছু নির্দেশনা রয়েছে।
এছাড়াও পর্টকদের কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

তিনি আরো বলেন, এমনিতেই এখন কক্সবাজার পর্যটক শূন্য হয়ে পড়েছে। এখন ৫/ ভাগ পর্যটকও কক্সবাজারে নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্যটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ