Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন ম্যাচ রেফারি জেফ ক্রো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির ব্যবহারে জটিলতা সৃষ্টি করায় ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি ও সাবেক কিউই ক্রিকেটার জেফ ক্রো। এক জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা যায়, জেফ ক্রো বাংলাদেশ দলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। দলের সাথে থাকা বিসিবি পরিচালক জালাল ইউনুসের উদ্বৃতিতে বলা হয়েছে, ‘জেফ ক্রো পরে বারবার আমাদের সরি বলেছেন। ম্যাচের পরও ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।’
ক্রিকেট দুনিয়ায় এমন ভুলের দৃষ্টান্ত অবশ্য বিরল। ক্ষমা চাইলেও নিজের এই অপ্রত্যাশিত ত্রুটির জন্য নিশ্চয়ই অনেকদিন অনুশোচনায় পুড়বেন কিউই রেফারি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেফ ক্রো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ