Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে ৬০ ভাগ গণপরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এ ভাড়া বৃদ্ধি মহামারিতে আর্থিক সঙ্কটে থাকা জনগণের ওপর প্রচন্ড চাপ তৈরি করবে। যেই মুহূর্তে দেশের জনগণকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে উল্টো তাদের ওপর আর্থিক চাপ তৈরি করা অমানবিক সিদ্ধান্ত। তিনি বলেন, পরিবহনখাতে চরম অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করলে ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না। তাছাড়া পরিবহন মালিকগণ কতটুকু সেবা নিশ্চিত করবে তা না দেখে অল্প সময়েই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত উচিত হয়নি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমিয়ে এবং চাঁদাবাজি বন্ধ করলে মালিকেরা পূর্বের ভাড়াতেই গণপরিবহন চালাতে পারবে।
গতকাল বুধবার এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, যে কোন মহামারির প্রাক্কালে সাধারণত সরকারের পক্ষ থেকে এধরণের অতিরিক্ত চাহিদা মিটানোর কথা। কিন্তু সেটা না করে জনগণের উপর ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি এধরণের সিদ্ধান্ত বাতিল করে অতিরিক্ত ভাড়া রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপরিবহন

২২ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ