বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধানে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৯টি মামলায় ১৯ জনকে মোট ২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। অভিযান কার্যক্রম থেকে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
বুধবার(৩১মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মুখে মতলব- বাবুরহাট সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এ অভিযান পরিচালনা করেন।
এ সময় স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, এসআই সাইফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। ঘরের বাইরে মাস্ক পরিধান করার পাশাপাশি অন্যদের মাস্ক পরিধানে সচেতন করতে, প্রয়োজনে বাধ্য করতে সকল সচেতন নাগরিকদের ,জনপ্রতিনিধিদের ,সাংবাদিকদের ,ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ,সামাজিক সংগঠনকে এবং গণপরিবহনের মালিক সমিতিকে অনুরোধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।