Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ ডিসিপ্লিনে ভিসা পায়নি পাকিস্তান

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার, গৌহাটি (ভারত) থেকে : সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১২তম আসরকে ঘিরে এখন আসামের গৌহাটি শহর বিদেশী খেলোয়াড়, কর্মকর্তা ও সাংবাদিকদের পদচারণায় মুখরিত। নানা অব্যবস্থাপনার মাঝেও এসএ গেমসকে নিয়ে সবার মাঝেই রয়েছে আগ্রহ। তবে পাকিস্তানের ক্ষেত্রে ভারত সরকার যেন কিছুটা কঠোর। তাই তো গৌহাটি-শিলং এসএ গেমসের পাঁচ ডিসিপ্লিনে অংশগ্রহণকারী পাকিস্তানের ১৭জন খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। তবে কি কারনে ভিসা দেয়া হয়নি, তা জানা যায়নি। ইভেন্টগুলো হলো- স্কোয়াশ, কাবাডি, টেবিল টেনিস, কুস্তি ও জুডো। চলমান আসরে সর্বমোট ৩৩৭ জন খেলোয়াড় ও কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু ১৭জন খেলোয়াড় ও কর্মকর্তাকে ভিসা না দেয়ার কারণে সেই সংখ্যা কিছুটা হলেও কমে গেছে পাকিস্তান দলের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ ডিসিপ্লিনে ভিসা পায়নি পাকিস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ