Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে চলুন বিবৃতিতে চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সংক্রমণ উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় নগরবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি সরকারের জারিকৃত ১৮ দফা নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা জারি হয়েছে তা বাস্তবায়নে সিটি কর্পোরেশন সর্বোচ্চ সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী কাজ করবে। তবে এজন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি সভা-সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠান সীমিত রাখার পাশাপাশি অহেতুক রাস্তায় ঘোরাফেরা না করার অনুরোধ করেন। গণপরিবহন এবং হাটবাজারে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করারও পরামর্শ দেন মেয়র।
এদিকে গাউছিয়া হক মঞ্জিল মাইজভান্ডারী ট্রাস্টের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র। সেখানে তিনি সুবিধাবঞ্চিতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। সোমবার নগর ভবনে অনুষ্ঠানে ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন, আশরাফুজ্জামান, এস এম শাহাবুদ্দিন আহমেদ, ফজলুল হক ফজু, নাসির মোহাম্মদ, এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যবিধি

৩০ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ