Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বাস্তু নেয়ার জন্য চাপ ইইউর

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বরখাস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

চুক্তি মেনে গ্রিস থেকে উদ্বাস্তুদের আশ্রয় দিক তুরস্ক, জানাল ইইউ। এ বিষয়ে রজব-তাইয়েব-এরদোগানকে সাথে নিয়ে আলোচনায় বসবে তারা। গ্রিসের দ্বীপগুলোতে প্রায় ১৪ হাজার উদ্বাস্তু আছেন। বিভিন্ন দেশ থেকে তারা এখানে এসেছেন। ২০১৯ থেকে উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার নীতি অনেক বেশি কড়া করেছে গ্রিস। রক্ষণশীল দলের সরকার উদ্বাস্তুদের প্রতি কঠোর নীতি নিয়ে চলতে চায়। গ্রিসের একাধিক দ্বীপে থাকা এই উদ্বাস্তুদের জন্য অর্থসাহায্য করে ইউরোপীয় কমিশন। এবার তারা ২৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে বলেছে। ২০১৬ সালের চুক্তির কথা তুলে উদ্বাস্তুদের নেয়ার জন্য তুরস্ককে চাপ দিচ্ছে ইইউ। তাদের বক্তব্য, চুক্তি মেনে, যাদের আবেদনপত্র খারিজ হয়েছে, সেই উদ্বাস্তুদের দ্রুত নেয়া উচিত তুরস্কের। আগামী সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব-তাইয়েব-এরদোগানের সাথে আলোচনায় বসবেন ইইউয়ের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন। অপর দিকে, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরাত সিটিনকিয়াকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। বৈশ্বিক মার্কেটে একটি ধাক্কা খাওয়ার পর এর আগে গভর্নরকেও বরখাস্ত করা হয়েছিল। প্রবীণ ব্যাংকার সিটিনকিয়া এর আগে ইস্তাম্বুলের স্টক এক্সচেঞ্জেও কাজ করেছেন। ২০১৯ সালে তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন। মঙ্গলবার মধ্যরাতের পর তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। দেশটির অফিসিয়াল গেজেটের বরাতে ফিন্যানসিয়াল টাইমস এমন খবর দিয়েছে। মুরাত সিটিনকিয়ার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে মর্গান স্ট্যানলির সাবেক বোর্ড সদস্য মোস্তফা দুমানকে। গত ২০ মার্চ ব্যাংকটির সংস্কারপন্থী গভর্নর নাসি আগবালকে আকস্মিকভাবে বরখাস্ত করেন এরদোগান। তিনি উচ্চ সুদের হারের বিরোধী ছিলেন। তার জায়গায় বসানো হয়েছে সাহিব কাভিসগলুকে। এতে ব্যাংকের সোবগ্রহীতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিজেদের সঞ্চয় নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। ফিন্যানসিয়াল টাইমস , ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ