Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ২৬১

আওয়ামীলীগ বিএনপির ৪ শীর্ষ নেতা আক্রান্ত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ১:২৪ পিএম

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা গেছে কাল (সোমবার )। মৃত ব্যক্তির নাম জাহিদ হাসান (২৮) । তার বাড়ি দুপচাঁচিয়া উপজেলা সদরে। এরফলে বগুড়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬১ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান তুহিন জানান , ২৯ মার্চ বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০৮টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে করোনা পজিটিভ পাওয়া যায় ২৫ জনের। যার শতকরা হার ১২ শতাংশ।
এদিকে বগুড়ায় আওয়ামীলীগ ও বিএনপি ও এর অঙ্গদর সমুহের ৪ শীর্ষ নেতা করোনায় আক্রান্ত হয়েছেন বলে দলীয় সুত্রে জানানো হয়েছে । এরা হলেন যথাক্রমে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, বগুড়া জেলা বিএনপির সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম , বগুড়া শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল এবং বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ