বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়ার মরিচ্যা চেকপােষ্টে সিএনজি তল্লাশী করে বিজিবি সদস্যরা ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
এ সময় মােঃ জসিম উদ্দিন (৩২) নামের এক সিএনজি চালককে আটক করা হয়েছে। সে কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়ার ডেইঙ্গাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে অভিযানটি চালানাে হয়েছে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়।
৩০ বিজিবির সহকারী পরিচালক মােহাম্মদ জসীম উদ্দিন রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য মতে, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপােষ্ট এর সদস্যগণ টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) তল্লাশী চালায়।
এ সময় সিএনজির চালক মােঃ জসিম উদ্দিনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশী করলে তার নিকট হতে কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে সিএনজিটি তল্লাশীকালে সিএনজির ভেতরে যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটক সিএনজি চালককে ইয়াবাসহ রামু থানায় সােপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান সহকারী পরিচালক মােহাম্মদ জসীম উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।