নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : লাকমালের ফুলটস বল ব্যাক্তিগত ৯৮ (৪৮ বলে) রানে দাঁড়িয়ে আকাশে তুললেন গেøন ম্যাক্সওয়েল। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা দিলশানের হাত থেকে বল ফসকে বেরিয়ে গেল। কিন্তু তার আগেই নো বল ডেকেছেন আম্পায়ার। ওদিকে বল কুড়িয়ে পাঠানোর আগেই ২ রান নিয়ে ম্যাথু ওয়েডের সাথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক উদযাপন করেছেন ম্যাক্সওয়েল। ইনিংস শেষে এর চেয়ে বড় উদযাপন করেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কারই বিপক্ষে শ্রীলঙ্কার করা সর্বোচ্চ দলীয় সংগহের রেকর্ড ভেঙে অজিরা গড়েছে নতুন রেকর্ড। ২০০৭ সালে প্রথম আইসিসি টি-২০ বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ৩ উইকেটে ২৬৩ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। জয়টিও আসে ৮৫ রানের।
কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামে ওয়ানডেতে ইংল্যান্ডের করা ৪৪৪ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড দেখেছিল ক্রিকেট বিশ্ব। কয়েকদিনের ব্যবধানে গতকাল দেখল টি-টোয়েন্টি ক্রিকেটও। পাল্লেকেলেতে তৃতীয় উইকেটে ওয়েডের সঙ্গে ম্যাক্সওয়েল ১০৯ রান যোগ করেন মাত্র ৬.৪ ওভারে। ৬৫ বলে ৯টি ছয় ও ১৪ চারে ১৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাক্স। ১৮ বলে ৪৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হন হেড। এছাড়া ওয়ার্নারের ১৬ বলে ১৮ আর খাজার ২২ বলে ৩৬ রানের ‘ছোট্ট’ ঝড়টিও রসদ জুগিয়েছে রান পাহাড়ের ভিত গড়তে। লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে বড় ঝড় গেছে থিসারা পেরেরার ওপর দিয়ে, ৪ ওভারে এই অলরাউন্ডার দেন ৫৮ রান। এমন একটি ম্যাচ হেরে যায় কি করে অস্ট্রেলিয়া! না তেমন কোন বড় বিপদ ঘটেনি। চান্দিমাল (৪৩ বলে ৫৮), কাপুগেদারা (২৫ বলে ৪৩), মেন্ডিস (১৩ বলে ২২) চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় ৯ উইকেটে ১৭৮ রানেই শেষ হয় শ্রীলঙ্কান ইনিংস। তিনটি করে উইকেট নেন স্টার্ক আর বোলান্ড। বাকি তিন শিকারী ফকনার, হেনরিকস ও জাম্পা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।