Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছে কিশোরীরা

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ‘কৃষ্ণাদের সব দাবিই পূরণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে),’ বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সদ্যসমাপ্ত এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের কিশোরীরা। পাঁচ ম্যাচের সবগুলোতেই বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে তারা। ফলে ‘সি’ গ্রæপ সেরা হয়েই আগামীবছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলো লাল-সবুজের কিশোরী দল। তাদের এমন সাফল্যে উচ্ছ¡সিত সালাউদ্দিন। তাই তো গতকাল মুঠোফোনে তিনি বলেন, ‘দেশের ফুটবলে বর্তমানে জাতীয় দলের পারফরমেন্স ভালো নয়। কিন্তু মেয়েরা অসাধারণ খেলেছে। তাদের সাফল্যে আমাদের ফুটবল নতুন করে জেগে উঠেছে। তাই কৃষ্ণা, সানজিদাদের সব দাবিই পূরণ করা হবে। আগামী চার বছর তাদের সমস্ত দায়-দায়িত্ব বাফুফে নিবে। জাতীয় পুরুষ দল যেসব সুবিধা পায় মেয়েরাও তা-ই পাবে।’
সালাউদ্দিন জানান, অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের নিয়ে দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করবে বাফুফে। কৃষ্ণা, সানজিদাদের সঙ্গে জাতীয় দলের মেয়েরাও থাকবেন। আগামী নভেম্বরে নারীদের সাফ টুর্নামেন্ট আছে। সেই টুর্নামেন্ট সামনে রেখেই আপাতত পরিকল্পনার ছক কষছে বাফুফে। পূর্বে এমন আশ্বাস বাণী শোনানো হয়েছে। কিন্তু তার কোনোটাই বাস্তবায়ন করেনি। গত বছর অনূর্ধ্ব-১৬ দলের কিশোররা যখন সাফ জুুনিয়র চ্যাম্পিয়শিপ জিতল, তখন এই দলটির প্রতি নজর দেয়ার আশ্বাসবাণী শুনিয়েছিলেন কাজী সালাউদ্দিন। কিন্তু সেই কথাও রক্ষা হয়নি। এছাড়া অনূর্ধ্ব-১৪ দলের বালিকারা দু’বার এএফসি আঞ্চলিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, তাদের প্রতিও সুনজর নেই বাফুফের। কিন্তু এবার এমনটা হবেনা বলে আশ্বাস দেন বাফুফে সভাপতি। কৃষ্ণা, মারিয়ারাদের সাফল্যকে কিভাবে দেখছেন- এমন প্রশ্নে তার উত্তর, ‘আসলে মেয়েদের পারফরম্যান্স ছিল অসাধারণ। বোনাস তো ছোট জিনিস। আগে তো বললাম ওদের নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আছে। কারণ চ‚ড়ান্ত পর্বে কঠিন দলগুলোর বিপক্ষে খেলবে ওরা। সেখানে ওরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারে, সেভাবেই ওদের ট্রেনিং দেয়া হবে।’
দেশকে সাফল্য এনে দিয়ে ঈদের ছুটি কাটাতে গতকাল নিজ নিজ বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছেন কৃষ্ণা-সানজিদা-মারিয়া-স্বপ্নারা। বাফুফের ব্যবস্থাপনায় তাদের যাতায়াতের ব্যবস্থা হয়েছে। ঈদের ছুটি কাটিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর আবারো ক্যাম্পে যোগ দেবে অনুর্ধ্ব-১৬ দলের কিশোরীরা। ১৭ সেপ্টেম্বর বৃহৎ আকারে সংবর্ধনা দেয়া হবে তাদের। মেয়েদের বাড়ির পথে যাতায়াতে কোনো সমস্যা হয়নি বলে জানান কৃষ্ণাদের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘বাড়ির পথে যেতে কোনো ধরনের সমস্যা হয়নি মেয়েদের। বাফুফে টিকিটের ব্যবস্থা করে গাড়িতে তুলে দিয়েছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছে কিশোরীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ