বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৯১ জনের দেহে। এ নিয়ে জেলার মোট শনাক্ত হলেন ৯ হাজার ৭‘শ ৬৮ জন।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে রোববার (২৮ মার্চ) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
তবে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
সারা জেলায় নমুনা পরীক্ষার তথ্য থেকে জানা যায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮৪ হাজার ৬৮ জনের।
নতুন পরীক্ষা করা নমুনায় আরও ৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৭‘শ ৬৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু না হলেও এ পর্যন্ত ১৬৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফেরেছেন ৮ হাজার ৯‘শ ২৮ জন আর ৬৭২ জন এখনও চিকিৎসাধীন।
এর একদিন আগে শনিবার (২৭ মার্চ) আরও ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে করোনা শনাক্ত এবং আক্রান্তদের মধ্যে আরও ২ জনের মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন অফিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।