Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনায় আক্রান্ত ৩৩, চিকিৎসাধীন ৭৯ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৩:৪২ পিএম

সিলেটে বাড়ছে করোনার সংক্রামণ। জেলায় নতুন করে আরোও ৩৩জন আক্রান্ত হয়েছেন করোনায়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৯জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট ও মৌলভীবাজরে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন। এরমধ্যে সিলেটের ৭৪ ও মৌলভীবাজারে আরও ৩জন আক্রান্ত হয়েছেন করোনায়। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৩ জনের। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৩০ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭ জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ২৬জন। আজ (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন সূত্রে যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩৩জন করোনা। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১১ জন, সিলেটের বিভিন্ন উপজেলায় ২২জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রবিবার (২৮ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ১৩০ জন। এর মধ্যে সিলেট ১০ হাজার ৫২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬ জন ও
মৌলভীবাজারে ১ হাজার ৯৯৪ জনের শনাক্ত হয়েছে করোনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ