বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং গ্রুপের সদস্য রনি-জনির নেতৃত্বে ব্যাপক তান্ডব চালিয়েছে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে ভাঙচুর করে তান্ডবলীলা চালায়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে। কিশোর গ্যাংদের ভয়ে ব্যবসায়ী রিয়াদ আহম্মেদ সহ তার পরিবার সদস্য পালিয়ে বেড়াচ্ছে।
শনিবার (২৭ মার্চ) ব্যবসায়ী রিয়াদ আহম্মেদ বাদী হয়ে কিশোর গ্যাং সদস্য রনি-জনি সহ ৪ জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
কিশোর গ্যাংদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু ফতুল্লার কোতালেরবাগ এলাকায় কিশোর গ্যাং গ্রুপের সদস্য রনি-জনি বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে ব্যবসায়ী রিয়াদ আহম্মেদ এর বাড়ির সামনে মহড়া দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা রিয়াদকে না পেয়ে তার বাড়িতে তান্ডবলীলা চালায়। এসময় সন্ত্রাসীরা রিয়াদের বাড়ি ভাঙচুর করে বাড়ির লোকদের হুমকি দিয়ে বীরদ্বর্পে চলে আসে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
অভিযোগে রিয়াদ জানান, গত ২৬ মার্চ বিকেলে ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত ফারুক আহম্মেদের ছেলে রিয়াদ আহম্মেদ এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বেআইনী ভাবে বিবাহের গেইট করতে চায়। রিয়াদ ডেকোরেটরের লোকদের বলে গেইটটি কয়েক ফুট দুরে করতে। রিয়াদের কথা কর্ণপাত না করে গেইটের কাজ চালিয়ে যায়। এই ঘটনায় ডেকোরেটরের লোকদের সাথে রিয়াদের তর্কবিতর্ক হয়।
তারই জের ধরে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কিশোর গ্যাং গ্রুপের সদস্য রনি-জনির নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক তান্ডব চালায়। এঘটনায় রিয়াদ বাদী হয়ে কোতালেরবাগ এলাকার সদার ছেলে রনি ও জনি, তল্লা এলাকার জাফরের ছেলে মামুন, মাসদাইর এলাকার আসিফের নাম উল্লেখ করে আরো ১৫/২০ জন সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় কুমার সরকার জানান, রিয়াদের দায়েরকৃত অভিযোগ তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের তান্ডবের সিসিটিভির ভিডিও দেখেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।