Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল চান ইংলিশ কোচ

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দলে বিবেচিত হলে বাংলাদেশ সফরে যেতে আপত্তি নেই, তা স্পষ্ঠভাষায় জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার মইন আলী। বেয়ারশ’ও বাংলাদেশ সফরে তার ইতিবাচক মত দিয়েছেন। ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসনের রিপোর্টে সন্তুষ্ট সহকারী কোচ হাত উচুঁ করে বলেছেন, বাংলাদেশ সফর করতে চান তিনি। হেড কোচ ট্রেভর বেলিসও দিয়েছেন সম্মতি। তবে বাংলাদেশ সফরকে সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দল ঘোষণার কথা। দল ঘোষণার আগে দূর্ভাবনায় পড়েছেন কোচ ট্রেভর বেলিশ। সম্প্রতি শ্রীলংকাকে ৩-০ এবং পাকিস্তানকে ৪-১এ ওয়ানডে সিরিজ হারিয়ে র‌্যাংকিংয়ে ৬ থেকে ৫ এ উঠে আসা ইংল্যান্ড দল ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল চাইছেন। ভারত সফরের পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরকে করছেন বিবেচ্য। অথচ, বাংলাদেশ সফরে যদি পূর্ণশক্তির দল না পাওয়া যায়, তাহলে তার বিরুপ প্রভাব ভারত সফরে পড়ার শঙ্কা দেখছেন ইংলিশ হেড কোচÑ ‘প্রথমে একটি দল গঠন করে পরবর্তীতে আরেকটা করা একটু কঠিনই হবে। কে যেতে চায় আর কে না, তার উপর নির্ভর করে দল গঠন করতে হবে। তবে ২টি সফরের জন্য অভিন্ন দল হলেই তা দলের জন্য ভালো হবে।’ গত ২৫ আগস্ট ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্ট পর্যালোচনা করে বাংলাদেশ সফর চূড়ান্ত করার পরও খেলোয়াড়দের সবার মতামত নিতে পারেনি ইসিবি, উইকেট কিপার জস বাটলার এবং পেস বোলার প্লাঙ্কেট বাংলাদেশ সফর নিয়ে দ্বিধা-দ্ব›েদ্ব আছেন। ওয়ানডে অধিনায়ক মরগানও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এসই দূর্ভাবনা বাড়াচ্ছে ট্রেভর বেলিসকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল চান ইংলিশ কোচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ