Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিবি’র পুরস্কার পেলেন তিন স্বর্ণজয়ী

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদকে অর্থ পুরস্কার দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাতমাস আগে এসএ গেমস শেষ হয়েছে। তখনই বিসিবি’র ঘোষণা ছিলো দেশের পক্ষে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্তকে অর্থ পুরস্কার দেবে তারা। দেরিতে হলেও বিসিবি প্রতিশ্রæতি রক্ষা করলো। গতকাল সন্ধ্যায় গণভবনে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদের হাতে বিসিবির প্রতিশ্রæত অর্থ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাঁতারু শিলা দুই স্বর্ণ জেতার জন্য ১০ লাখ এবং শুটার শাকিল ও ভারোত্তোলক মাবিয়া পাঁচ লাখ টাকা করে অর্থ পুরস্কার পান। পরে মন্ত্রী সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে তিন স্বর্ণজয়ীকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্বর্ণকণ্যা শিলা বলেন, ‘জীবনের সেরা পুরস্কার আমরা পেয়ে গেছি। কারণ খুব আন্তরিকতার সঙ্গেই প্রধানমন্ত্রী আমাদের কুশলাদি জিজ্ঞেস করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত ফ্ল্যাটের বিষয়ে আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে খসড়া কাগজ পেয়েছিলাম। তবে সেখানে ৫০ ভাগ অর্থ পরিশোধের কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, ওরা কোথা থেকে অর্থ পাবে। ফ্ল্যাটের টাকা আমিই দেবো। তোমরা একদম চিন্তা করবে না। যদিও একটু সময় লাগবে। তোমরা ফ্ল্যাট পেয়ে যাবে।’ স্বর্ণকণ্যা আরো বলেন, ‘এতটা আন্তরিকতা সঙ্গে প্রধানমন্ত্রী আমাদের কাছে টেনে নিলেন, যা বিরল ঘটনা। অন্য কোন দেশের প্রধানমন্ত্রী হয়তো এরকম হন না। প্রধানমন্ত্রী বলেছেন, শিলা, মাবিয়া ও শাকিল বলো তোমাদের কি লাগবে। যা লাগবে আমাকে বলবে। তারপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়কে আমাদের সকল সমস্যা সমাধানের জন্য বলেন তিনি। এতে আমরা খুবই খুশী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি’র পুরস্কার পেলেন তিন স্বর্ণজয়ী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ