Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। আজকের হরতালে বাধা দেয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হাটহাজারী, বি-বাড়িয়া ও বায়তুল মোকাররমে বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদে হেফাজতে ইসলাম এ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। হেফাজত নেতৃবৃন্দ বলেছেন, শুক্রবার হাটহাজারি ও বি-বাড়িয়ায় হতাহতের ঘটনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রী অনুষ্ঠান ম্লান হয়ে গেছে। মাদরাসার ছাত্রদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।

নেতৃবৃন্দ বলেন, কসাই নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করা হয়েছে। মোদির হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। মোদির আগমনকে এদেশের মানুষ বরদাশত করতে পারে না। গতকাল শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে হাটহাজারি, বি-বাড়িয়া, বায়তুল মোকাররম, যাত্রাবাড়ীসহ সারাদেশে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে হতাহতের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এছাড়া হেফাজতে ইসলামের আহবানে গতকাল ৫০টি জেলায়ও বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের মহানগরী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূরুল ইসলাম। মাওলানা আতাউল্লাহ আমিনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের নায়েবের আমীর মাওলানা মাহফুজুল হক, মহানগরী মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুসা বিন ইযহার, মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা হাসান জামিল, জালাল উদ্দিন আহমেদ, কবি মুহিব খান, ফয়সাল আহমদ, অধ্যাপক আব্দুল জলিল ও মাওলানা সুলতান মহিউদ্দিন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার সফররত মোদিকে খুশী করার জন্যই শুক্রবার হাটহাজারি ও বি-বাড়িয়ায় নিরপরাধ ছাত্রদের হত্যা করেছে। মোদির দালালী করলে ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে দালালী করুন। আজকের সকাল-সন্ধ্যা হরতালে বাধা দেয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নেতৃবৃন্দ বলেন, ভারতের প্রধানমন্ত্রীকে খুশী করার জন্য সরকার যদি ছাত্রদের হত্যা করে রক্ত নিতে পারে তা’হলে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমরাও রক্ত দিতে প্রস্তুত। নির্বিচারে ছাত্র হত্যার বিচার একদিন হবেই ইনশাআল্লাহ। এ ধরনের হত্যাযজ্ঞের কারণে আল্লাহর প্রতিশোধ আসমান থেকেই আসবে। বিনা ভোটের এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আজকের হরতালে বাধা দেয়া হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলেও নেতৃবৃন্দ হুশিয়ারি দেন। মাওলানা মামুনুল হক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শুক্রবার বায়তুল মোকাররমে হাটহাজারি বি-বাড়িয়ায় সন্ত্রাসী তান্ডপ ও হত্যাযজ্ঞ চালিয়ে সুবর্ণ জয়ন্তীকে ম্লান করে দেয়া হয়েছে। তিনি বলেন, হেলম্যাট পড়ে কারা বায়তুল মোকাররমে হামলা চালিয়েছে তা’খুঁজে বের করতে হবে। তিনি বলেন, কসাই মোদিকে এনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করা হয়েছে। মাওলানা মামুনুল হক শহীদদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহবান জানান। মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, শান্তিকামী জনতার ওপর গুলি চালিয়ে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজকের হরতালে গাড়ীর চাকা ঘুরবে না দোকান-পাট খুলবে না। হেফাজতের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম বলেন, সারাদেশে হরতালের কোনো পরিকল্পনা ছিলো না। হাটহাজারিতে ৪ জন এবং বি-বাড়িয়ায় ১ জনকে শহীদ করা হয়েছে। এ জন্য হরতাল দিতে বাধ্য হয়েছি। তিনি বলেন, হরতালে বাধা দেয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উত্তরা জোনের সমাবেশ : এদিকে, হেফাজতে ইসলাম উত্তরা জোনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় উত্তরা পলওয়েল মার্কেটের সামনের রাস্তায় হাটহাজারিতে ৪ জন নিহত, বি-বাড়িয়ায় ১ জন নিহত এবং বায়তুল মোকাররমে জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা নাজমুল হাসানের সভাপতিত্বে এবং মাওলানা মতিউর রহমান গাজীপুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, উত্তরা জোনের সহসভাপতি মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা শহীদুল্লাহ। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর খুনীদের বিচার হতে পারলে একদিন হাটহাজারি ও বি-বাড়িয়ায় শহীদদের হত্যার বিচারও হবে ইনশাআল্লাহ। তারা আজকের হরতাল সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সংবাদ সম্মেলন : এদিকে, গতকাল বাদ আসর নগরীর খিলগাওস্থ মাখজানুল উলূম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম ও মহানগরী মহাসচিব মাওলানা মামুনুল হক আজকের শান্তিপূর্ণ হরতাল সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেছেন। নেতৃদ্বয় বলেন, আমরা সরকার বিরোধী হরতাল বা আন্দোলন করছি না। হাটহাজারিতে ও বি-বাড়িয়ায় হতাহত এবং বায়তুল মোকাররমে ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে ঈমানী দায়িত্ব পালনের লক্ষ্যে গতকাল বিক্ষোভ ও আজকের হরতালের ডাক দিয়েছি। গতকাল সারাদেশের ৫০টি জেলায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়েছে। যাদের শহীদ করা হয়েছে তার বিচার, ক্ষতিপূরণ প্রদান এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। নেতৃদ্বয় বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। আজকের শান্তিপূর্ণ হরতালে কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।



 

Show all comments
  • রফিকুল ইসলাম ২৮ মার্চ, ২০২১, ১:৪০ এএম says : 9
    হে শ্রমিক ভাইয়েরা আপনারা কালকে- মুসলমান আলেম-ওলামাদের #হরতালকে সমর্থন করুন আমরা কালকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করব।
    Total Reply(0) Reply
  • গনহত্যার প্রস্তুতি চলছে!! ২৮ মার্চ, ২০২১, ১:৪১ এএম says : 3
    বি-বাড়িয়ায় শহর জুড়ে বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস, পানির লাইন বিছিন্ন করে রাখা হয়েছে। যে কোন সময় জামিয়া ইউনুসিয়া সহ আশেপাশের মাদ্রাসা গুলোতে অপারেশন সার্চলাইট পরিচালনা হতে পারে। আশেপাশের গ্রামের লোকজন এগিয়ে আসুন।
    Total Reply(0) Reply
  • Right-hander ২৮ মার্চ, ২০২১, ২:৪৮ এএম says : 0
    # Indians, who living in Bangladesh, right now go back to india. "indians go back, free Bangladesh" India stands for: Indecent National Developing Intolerable Atmosphere. I = Indecent, N = National, D = Developing, I = Intolerable, A = Atmosphere.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতে ইসলাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ