Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’বারই ম্যাচ সেরা তামীম

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় অর্ধশতক করেছেন তামীম ইকবাল। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় টানা দ্বিতীয় জয় পেয়েছে পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সের বিপক্ষে শহিদ আফ্রিদির দলের জয়টি ৯ উইকেটের। গেলপরশু রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৭ রান করে লাহোর। জবাবে ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার।
মোহাম্মদ হাফিজের (৪৩) সঙ্গে ৯৫ রানের উদ্বোধনী জুটিতে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন তামীম। হাফিজের বিদায়ের পর ডেভিড মালানকে (১০*) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ৫৫ রানে অপরাজিত থাকা ম্যাচসেরা তামীমের ৪৭ বলের ইনিংসটি সাজানো ৭টি চারে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগের ম্যাচেও দলের সর্বোচ্চ রান সংগাহক ছিলেন তামীম। সেই ম্যাচে তার ৫১ রানে ভর করে ২৪ রানে জিতেছিল পেশোয়ার। টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন লাহোরের ক্রিস গেইল। চার রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লাহোর। সেই ধাক্কা কাটিয়ে লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি দলটি। ডোয়াইন ব্রাভোর ৩২, অধিনায়ক আজহার আলির ৩১ ও উমর আকমলের ২১ রানের সুবাদে একশ’ পার হয় লাহোরের সংগ্রহ। পেশোয়ারের মোহাম্মদ আসগর দুই উইকেট নেন ১১ রানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দু’বারই ম্যাচ সেরা তামীম

৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ