পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২২ এবং ২৩ এপ্রিল ভার্চুয়াল এ সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরাং। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন।
গত ২৬ মার্চ শুক্রবার প্রকাশিত হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, এ সম্মেলন চলাকালে প্যারিস চুক্তির আওতায় ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ হ্রাসের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। তার আমন্ত্রণে প্রেসিডেন্ট বাইডেন আমন্ত্রিত নেতাদের এই সম্মেলনকে নিজ নিজ দেশে মজবুত জলবায়ু আকাঙ্খার রূপরেখা নির্ধারণের সুযোগ হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু মোকাবিলার লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে নিয়েছিলেন। তবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্র জলবায়ু সংকট মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন এমন সম্মেলনের ডাক দিয়েছেন। হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে আমন্ত্রিত ৪০ নেতার তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অ্যান্টিগা ও বার্বুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রæডো, চিলির প্রেসিডেন্ট সেবাস্টাইন পিনেরা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কলম্বিয়ার প্রেসিডেন্ট ডুকে মারকুয়েজ, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গ ওনডিমবা।
আমন্ত্রিতদের মধ্যে আরও রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনইয়াহু, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রো হলনেস, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা, কেনিয়ার প্রেসিডেন্ট হুরু কেনইয়াত্তা, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ডেভিড কাবুয়া, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ অব্রাদর, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবেরগ, পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেয দুদা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সেইন লঙ্গ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসা, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুয়েন ফু ট্রঙ্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।