Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নান্দাইলে হেফাজতের বিক্ষোভ মিছিল, আহত ১০

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৬:৪০ পিএম

ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। ঢাকা,চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লীদের হত্যা ও হামলার প্রতিবাদে শনিবার হাতে লাঠি ও বাঁশ নিয়ে মাথায় হেলমেট পড়ে বিক্ষোভ মিছিল করেছে । বিক্ষোভে বাধা দেওয়ায় সংঘর্ষে জড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ১০কর্মী আহত হয়।

জানা যায়,নান্দাইল উপজেলার চৌরাস্থা এলাকার প্রেসক্লাবের সামনে মিছিল নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিলে স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এতে বিক্ষোভ কারীরা ওই নেতাকর্মীদের উপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালালেও দূর থেকে ইটের টুকরা ও বাঁশ ছুড়ে মারে। এ সময় কমপক্ষে ১০জন ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিকলীগের নেতা কর্মী আহত হন। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ হলে পুলিশ মাইক দিয়ে দুরে সরে যাওয়ার অনুরোধ করেন। এভাবে প্রায় আধা ঘন্টা উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতরা নান্দাইল উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হচ্ছেন, রতন ভূঁইয়া, নাদিম মাহমুদ, রবি মিয়া, নবী হোসেন, হিমেল, হাবিবুর রহমান, সালাম, মাসুম, রাজু ও পিন্টু।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ